ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন, নিহত বেড়ে ৯

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১৪, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে।’

তিনি বলেন, ‘আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি।’

তালহা বিন জসিম বলেন, ‘রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল।’

কলম২৪

Comments

comments