ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যোগ দিয়েছেন হেড কোচ জেমি ডে

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে চলছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। গত সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম শুরু হলেও আজ (পহেলা নভেম্বর) যোগ দিয়েছেন হেড কোচ জেমি ডে এবং অন্যান্য বিদেশি কোচিং স্টাফরা।

করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের বাইরে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দল অনুশীলন শুরু করলেও এক সপ্তাহ পর ইংল্যান্ড থেকে এসে যোগ দিলেন হেড কোচ জেমি ডে এবং বাকি বিদেশী কোচিং স্টাফরা।

আজ (রোববার) সকাল থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলকে একুট ভিন্ন পদ্ধতিতে অনুশীলন করান হেড কোচ জেমি ডে। নিজেদের ঘর সামলে রেখে প্রতিপক্ষকে আক্রমণের কৌশল নিয়েই কাজ করেছেন তিনি। খেলোয়াড়দের শেখানোর চেষ্টা করেছেন কিভাবে প্রতিপক্ষ দলের হঠাৎ আক্রমণ রুখতে হবে। প্রায় দুইঘন্টা বিভিন্ন টেকনিকে অনুশীলন করান হেড কোচ। ভিন্ন অনুশীলন পদ্ধতিতে খুশি ফুটবলাররাও।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন অনুশীলন কার্যক্রমের বাইরে ছিলেন ফুটবলাররা। অনুশীলন শুরু হলেও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন হেড কোচ।

বাংলাদেশের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলতে আগামী ৫ নভেম্বর ঢাকা আসার কথা রয়েছে নেপাল ফুটবল দলের।

Comments

comments