চোরাই গরু বিক্রয়ের টাকার ভাগ বাটোয়ারা নিয়েই খুন হন আমির হোসেন (৫৫)। খুনের এ রহস্য জট পিবিআইয়ের তদন্তে বের হয়ে আসে। কিশোরগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম) এর তত্ত্বাবধানে আমির হোসেনের খুনি শফিককে (৩৮) কুলিয়ারচর উপজেলার আলীনগর এলাকা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তার করে পিবিআই টিম। বুধবার (২০ জুলাই) কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শফিক। সে কুলিয়ারচর উপজেলার আলীনগর এলাকার গোলাপ মিয়ার পুত্র।
পিবিআই সূত্র জানায়, আমির হোসেন, শফিক, নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন কুলিয়ারচর ও বেলাব (নরসিংদী) এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি চক্রের মূল হোতা। তারা ৪-৫ জন মিলে বিভিন্ন এলাকা হতে প্রায় সময় গরু চুরি করতো এবং চুরি করা গরু শফিকের বাড়ীতে নিয়ে রাখেতো।
শফিক চুরি করা গরু নিজ বাড়ীতে রেখে বিক্রয় করতো এবং সকলকে টাকা ভাগ বাটোয়ারা করে দিতো। ঘটনার দিন আমির হোসেনেসহ অন্যান্যরা ১ টি গরু চুরি করে শফিকের বাড়ীতে নিয়ে যায়। চোরাই গরুর অনুমানিক দাম ধরে শফিকের নিকট বিক্রয় করে। ভাগ বাটোয়ারার টাকা নিয়ে আমির হোসেন, নিজাম উদ্দিন, শফিকসহ অন্যান্যদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেনকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে কুলিয়ারচর উপজেলার সালুয়া এলাকার ফয়েজ উদ্দিনের কলা বাগানে ফেলে রেখে যার যার মত চলে যায়।
জানা যায়, আমির হোসেন নিজ বাড়ী নরসিংদীতে থাকতো না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতো সে মাঝে মধ্যে বাড়ীতে আসতো। গত বছরের ১২ অক্টোবর সকাল ৮টার দিকে স্ত্রী কাঞ্চন সংবাদ পায় তার স্বামী আমির হোসেনের মৃতদেহ কুলিয়ারচর উপজেলার সালুয়া এলাকার ফয়েজ উদ্দিনের কলাবাগানে পড়ে আছে। পরে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়। আমির হোসেন নরসিংদী জেলার বেলাব উপজেলার ছলমা এলাকার মৃত আয়েছ আলীর পুত্র।
কিশোরগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম) বলেন, তদন্তে হত্যার রহস্য বেরিয়ে আসে। আসামি শফিক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুনের ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
Comments
comments