কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে মো. তাজুল ইসলাম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত তাজুল ইসলাম সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত বাবুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল ইসলাম মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফিরে যাননি। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন (আজ বুধবার) সকালে তার নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা থেকে অনেকেই ধারণা করছেন এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
ওসি জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ না এলেও প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার শোকে বিহ্বল। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Comments
comments