ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শব্দদূষণ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২২, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায়া গুরুদয়াল সরকারি কলেজে অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে পেশাজীবি, সাংবাদিক ও বেসরকারী সংস্থার দেড়শতাধিক প্রতিনিধিরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াদ আফনান, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, নন্দনতাত্ত্বিক আলোচক অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মুআ লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের ট্রেইনিং এন্ড ক্যাম্পেইন স্পেশালিষ্ট গাজী মুহিবুর রহমান।

শব্দদূষণ নিয়ে বিশেষ আলোচনা করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মুদাচ্ছির মাহমুদ।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহি। তিনি জানান, পাঠ্যপুস্তকে শব্দদূষণ নিয়ে পাঠ সংযোজন করার আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সারাও পাওয়া গেছে। দ্রুতই হয়তো পাঠ্যপুস্তকে শব্দদূষণ নিয়ে পাঠ সংযোজন হয়ে যাবে।

Comments

comments