শ্বশুর বাড়িতে ডেকে এনে হত্যা, অভিযুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার – kolom24.com
Kolom 24
২৩ ডিসেম্বর ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্বশুর বাড়িতে ডেকে এনে হত্যা, অভিযুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারপিটে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি হুমায়ুন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার গাইটাল চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার হুমায়ুন মিয়া সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দিরবন গ্রামের আব্দুল গণির ছেলে। অন্যদিকে নিহত খোকন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দীরবন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খোকন মিয়া ঢাকায় থেকে প্রাইভেটকার চালাতেন। তাঁর স্ত্রীর নাম মোছা. হোসনা (৩৫)। এই দম্পতির তিন সন্তান আছে। পারিবারিক বিরোধের জের ধরে মাস দুয়েক আগে সন্তানদের রেখে একই গ্রামের বাবা বাড়িতে চলে যায় হোসনা। প্রতি সপ্তাহে খোকন মিয়া বাড়িতে গেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতেন।

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে খোকন মিয়া ঢাকা থেকে বাড়িতে গেলে স্ত্রী হোসনা মোবাইলে কল করে স্বামীকে তাঁদের বাড়িতে যেতে বলেন। স্ত্রীর ফোন পেয়ে রাত সোয়া ১১টার দিকে খোকন মিয়া শ্বশুরবাড়িতে গেলে সেখানে আটকে রেখে তাঁকে মারপিট করা হয়। মারপিটে খোকন মিয়া গুরুতর আহত হলে তাঁকে পরদিন শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মো. আশরাফুল কবির জানান, এ ঘটনায় শনিবার (০২ ডিসেম্বর) খোকন মিয়ার ছোট বোন মোছা. শিউলী আক্তার বাদী হয়ে স্ত্রী হোসনাসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ মামলার ২ নম্বর আসামি মো. আকাশ মিয়াকে পুলিশ ঘটনার পরপরই গ্রেপ্তার করে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হুমায়ুন মিয়াকে শনিবার (২৩ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পাগলা মসজিদ পরিচালনা নিয়ে বিশেষ সভা

ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন লিটু হাসান

সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন পূর্ণিমা

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন, নিহত বেড়ে ৯

কিশোরগঞ্জের সিটিল্যাব হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু, বিএনপি নেতাদের হস্তক্ষেপে দফারফা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল, সম্পাদক জুয়েল

কিশোরগঞ্জে ১২ অক্টোবর থেকে শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে, চলছে নিবন্ধন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আর নেই

জমি দখলের অভিযোগ মিথ্যা, তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছেন- সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

১৪ বছর ধরে অনির্বাচিত কমিটি, অচল কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গন

১০

সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক বিরুনী

১১

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগে বাবুর্চির মামলা, তদন্তে মেলেনি সত্যতা

১২

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

১৩

ধর্ষণ মামলার আসামি ভৈরব সার্কেলের এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ, স্বপদে বহাল

১৪

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

১৫

বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে- ড. আব্দুল লতিফ মাসুম

১৬

৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম

১৭

১ বছর আগে বলেছিলাম, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে, আজ দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

১৮

বিএনপিকে যারা অত্যাচার করেছে তারাই শেষ হয়ে গেছে: মির্জা ফখরুল

১৯

ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন মর্জিনা আক্তার পুষ্প

২০