ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সংলাপে অংশ নেবে না রবের জেএসডি

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৭, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে… লিখিত বক্তব্যে এ তথ্য জানান দলটির সভাপতি আ স ম আব্দুর রব।

সরকার সংবিধানের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না অভিযোগ করে তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ-অবাধ নির্বাচনের জন্য কোনো সমাধান নয়…। তাই বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না।

আব্দুর রব বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে তারা বিশ্বাস করেন। এ ছাড়া তথাকথিত নির্বাচন সরকার বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দলটির পক্ষ থেকে… ‘জাতীয় সরকার’-এর প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ইতোমধ্যে সংলাপে অংশগ্রহণের বিষয়ে দলটির অবস্থান জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

comments