গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদ, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট ও কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকী: মোহাম্মদ ফজলুর রহমান।
কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক আব্দুল্লাহ ইবনে শাহজাহান,
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সভাপতি আবুল হোসেন, হাওর টাইমস এর সম্পাদক খাইরুল ইসলাম ভূইয়া, বিটিএন বাংলার সম্পাদক ও দৈনিক বাংলার দূত জেলা প্রতিনিধি আসাউজ্জামান জুয়েল, কটিয়াদী বার্তার সহকারী সম্পাদক মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, সাপ্তাহিক নবধারা পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, ভাটির সাতকাহন পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম কাজল, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সাপ্তাহিক শুরূক পত্রিকার নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, এস টিভি প্রতিনিধি মিনহাজুল ইসলাম বকুল, সরেজমিনে বার্তার জেলা প্রথিনিধি আজিজুল হক ফাহিম, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক আজকের খবর প্রতিনিধি মোঃ আফসার উদ্দিন, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফায়জুল ইসলাম, দৈনিক নওরোজ পত্রিকার হোসেনপুর প্রতিনিধি এসকে শাহীন নবাব, দৈনিক সবার আগে পত্রিকার প্রতিনিনি রুহুল আমিন, সকাল বেলা প্রতিনিধি পলাশ, একুশে পত্রিকার প্রতিনিধি সৌহরাব উদ্দিন জনি, নার্গিস আক্তার মুন্নী, দৈনিক সমাজ সংবাদ প্রতিনিধি পুলক গুপ্ত, আজকের খবর প্রতিনিধি মিজানুর রহমান রিপন, অগ্রযাত্রা প্রতিনিধি আমিনুল ইসলাম লিপন, দৈনিক নওরোজ তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু সহ অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
Comments
comments