ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার আসামি শহীদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৯, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার দুপুরে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ইটনা বাজার এলাকা থেকে তাকে আটক করে। র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় পালিয়ে আসে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব তাকে গ্রেপ্তার করে।

প্রথমে র‍্যাব কর্মকর্তারা জানান, আসামিকে গাজীপুরে পাঠানো হবে। তবে পরে জানা যায়, সন্ধ্যায় কিশোরগঞ্জ র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে গাজীপুরে পাঠানো হবে।

গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত তুহিন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই মিজবা হোসেন বাসান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। মামলাটি যৌথভাবে তদন্ত করছে দুই সংস্থা।

Comments

comments