জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবার পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার তাঁর সেই অভিনয় দক্ষতার স্বীকৃতি মিলল নতুনভাবে।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী হলে তারকাখচিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর পূর্ণিমা বলেন, ‘দীর্ঘদিন ধরে দর্শক আমাকে যেভাবে ভালোবাসছেন, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই সম্মাননা সেই ভালোবাসারই প্রতিফলন। আমি কৃতজ্ঞ সবাইকে, যারা আমার পাশে ছিলেন।’
অনুষ্ঠানে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের শীর্ষ শিল্পী ও নির্মাতারা উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠান জানায়, পূর্ণিমা বিগত সময় যেসব সিনেমাগুলোতে অভিনয় করেছেন, সেগুলো দর্শক ও সমালোচক-উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা উপস্থাপনা ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। তাঁর হাতে পাওয়া এই পুরস্কার অভিনয় জগতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সহকর্মীরা।
কলম২৪
