ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ নজরুল হাসপাতালে যাওয়ার সড়ক ভাঙাচোরা, সংস্কার ও প্রশস্ত করণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২৪, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রোগী এবং জনগণের স্বার্থে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুন সমাজের ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, মো. সাইফুল্লাহ, মো:মারুফ, মাওলানা আব্দুর রহমান হাবীবি, মো. সুরুজ, মো. আকাশ, মো. পিয়াস, মো. এখলাস, মো. তানভির, মো. রাসেল, মো. সুমন, মো. সোহাগ, মো. রাসেল, মো. রমজান, মো. পারভেজ, মো. পায়েল।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৮ বছর আগে নির্মিত মেডিকেল কলেজে হাসপাতালের সামনের এ সড়কের প্রস্থ মাত্র ১০ ফুট। হাসপাতালটিতে যাতায়াতের একমাত্র রাস্তা এখন রোগীদের ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চিকিৎসা নিতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়ছেন রোগী। দ্রুত যাওয়ার দরকার হলেও সিদ্ধেশ্বরী কালিবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে যাওয়ার ১ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে ঘণ্টাখানেক। দীর্ঘদিন ধরে দাবির পরও রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করার কোনো উদ্যোগ নেই। অচিরেই রাস্তাটি নির্মাণ করে রোগী ও জনগণের দুর্ভোগ কমানোর দাবি জানাচ্ছি।

এলাকাবাসী জানান, সড়কটির কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক খানাখন্দ। বৃষ্টি হলেই এসব খানাখন্দ কাদামাটি আর পানিতে থইথই করে। শুকনা মৌসুমে ধুলাবালুতে ভরে যায়। মনে হয় আমরা অভিশপ্ত। এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দেন।

স্থানীয় সূত্র জানায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সড়ক এতটাই সরু যে দুটি রিকশা পাশাপাশি চলতে সমস্যা হয়। এ সড়কে ইঞ্জিনচালিত যানবাহন বা ব্যক্তিগত ছোট গাড়ি ঢুকলেই লেগে যায় তীব্র যানজট। সেই জট কখনো কখনো পুরো সড়কে ছড়িয়ে পড়ে। তখন রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব হিমশিম খেতে হয়।

সূত্র জানায়, ২০২০ সালে এ সরু সড়কের পাশে সদরের যশোদল এলাকায় পূর্ণাঙ্গভাবে চালু হয় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। জেলা শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে দিয়ে যাওয়া হাওরাঞ্চলের সম্ভাবনাময় পর্যটন এলাকা নিকলী সদর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের অবস্থাও খারাপ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ফায়জুল ইসলাম, আজিজুল, কামরুন্নাহার, কামাল বলেন, অসুস্থ অবস্থায় মেডিকেলে আসার সময় ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই রাস্তায় ৪০ মিনিটের ওপরে আটকে থাকি। হাসপাতালে ঢুকতে ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয়েছে। বিশেষ করে হৃদরোগ, গর্ভবতী ও জরুরি রোগীদের ভোগান্তি অবর্ণনীয়। তাই আমাদের দাবি দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্ত করা হউক।

এ বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জনকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

ড্যাবের সভাপতি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, এই রাস্তাটির জন্য চিকিৎসক, রোগী ও শিক্ষার্থীদের ভোগান্তি অকল্পনীয়। এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই।

সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে দিয়ে নিকলী সদর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করব। আর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক এবং সিদ্ধেশ্বরী কালি বাড়ির সামনের সড়কের সংস্কার কাজ খুব শিগগিরই করা হবে।

Comments

comments