ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কারে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রথম স্থান অর্জন

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ২, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য সেবায় সার্বিক দিক বিবেচনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০- এর প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। গত বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন আরএমও ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

জানা যায়, সারা দেশে ৫টি শীর্ষ বিভাগীয় হাসপাতাল এ জাতীয় পুরস্কার পেয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রথম স্থান অর্জন করে। স্বাস্থ্য সেবায় ২৫০ শয্যা হাসপাতাল অনন্য নজির স্থাপন করল। এ অর্জন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্সসহ সকলের। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন জানান, এ অর্জন এসেছে আমাদের সম্মিলিত প্রয়াসে। আমরা আপ্রান করেছি কিশোরগঞ্জবাসীর আশা পূরণের জন্য। কিশোরগঞ্জের স্থানীয় পর্যায়ে একটি হাসপাতাল যেখানে স্বাস্থ্য সেবা পাওয়ার প্রতি মানুষের প্রত্যাশা বেশি। আমরা প্রত্যাশা পূরণে কাজ করেছি মাত্র।

Comments

comments