কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া ওয়ার্ড সেক্রেটারী উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছেন। রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে সাদুল্লারচর এলাকায় দাঁড়িয়ে থাকা লরির সাথে সিএনজির ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত উজ্জ্বল মিয়া সদর উপজেলার কাটাবাড়িয়া রোড মসজিদের মুয়াজ্জিন মোঃ শাহাবুদ্দিনের বড় ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় রাস্তায় একটি কাঁঠবোঝাই নষ্ট লরি দাঁড়িয়েছিল। রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে একটি সিএনজি এসে দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী উজ্জলের বুকে কাঁঠের টুকরা ঢুকে ঘটনাস্থলেই নিহত হন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
Comments
comments