ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা উজ্জল

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৪, ২০২২ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া ওয়ার্ড সেক্রেটারী উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছেন। রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে সাদুল্লারচর এলাকায় দাঁড়িয়ে থাকা লরির সাথে সিএনজির ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত উজ্জ্বল মিয়া সদর উপজেলার কাটাবাড়িয়া রোড মসজিদের মুয়াজ্জিন মোঃ শাহাবুদ্দিনের বড় ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় রাস্তায় একটি কাঁঠবোঝাই নষ্ট লরি দাঁড়িয়েছিল। রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে একটি সিএনজি এসে দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী উজ্জলের বুকে কাঁঠের টুকরা ঢুকে ঘটনাস্থলেই নিহত হন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

Comments

comments