কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবন মান উন্নয়নে এককালীন অনুদান দেয়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ও বেসরকারি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে অবহিতকরণ সভা ও পিইআই এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল-আমিনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে হাওর অঞ্চলে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ বিধবা নারীসহ মোট ১১৭১ জনকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় তাদেরকে জনপ্রতি ৪৫ হাজার টাকা দেয়া হয়।
এর আগে মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে এসব মানুষদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে হাওরে ৫ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Comments
comments