কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার মো. হুসাইন (৩৫)। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হুসাইন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদের পুত্র। তিনি মিঠামইন পল্লী বিদ্যুৎ এর সুপারভাইজার পদে কর্মরত।
মিঠামইন নৌ-পুলিশের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে মিঠামইন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল হুসাইনকে উদ্ধারের চেষ্টা করছেন।
জানা যায়, সোমবার বিকালে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য অলওয়েদার সড়কের অষ্টগ্রাম রোডে দ্বিতীয় সেতুর নিকটে যান হুসাইন। সেখানে জাল ফেলতে গিয়ে তিনি পানিতে পড়ে যান। পানির প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
Comments
comments