আমার ছেলের দিকের নাতি মোঃ মামুন মিয়া (২৭), পিতা- বিল্লাল মিয়া, গ্রাম- গাইটাল নামাপাড়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ একজন মানসিক প্রতিবন্ধী। গত ১৭/০১/২০২২ ইং তারিখে সকালে কাউকে কিছু না বলে আমি নাতি মামুন মিয়া নিজ বাড়ি হতে কোথায় যেন চলে যায়। বহুস্থানে খোঁজাখুজি করিয়া না পাইয়া কিশোরগঞ্জ মডেল থানায় একখানা সাধারণ ডাইরী করি। যার নং- ৮০৭, তারিখ- ১৬/০২/২০২২। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, স্বাস্থ্য- মোটামুটি, মুখমন্ডল গোলাকার। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। মামুন মিয়ার খোঁজ পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোঃ সাহেদ আলী
মোবাইল: ০১৯৪৯-৮০১৮৪২
Comments
comments