ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৫, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পরিচ্ছন্নকর্মী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে হাসপাতালে কর্মরত পরিচ্ছন্ন কর্মীর একটি মোবাইল ফোন হারানো যায়। তিনি হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন হাসপাতালে ছুটে এসে আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলে আধঘন্টাব্যাপী। অস্রাগারের নিরাপত্তার স্বার্থে আট রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আনসার সদস্যরা।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মোঃ হাবিবুর রহমান বলেন, মোবাইল ফোন হারানো নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে আনসার ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comments

comments