ছিনতাই হওয়া পিকআপ গাড়ি ও ইঁদুর মারার ২২০৫টি ফাঁদ উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে একজনকে আটকও করেছে পুলিশ। আটককৃত হজরত আলী উপজেলার চরপুমদী ইউনিয়নের বড়শিকুড়া এলাকার বলে জানা গেছে।
জানা যায়, গত সোমবার (২৪ জানুয়ারি) রাতে আল-আমীন, মোঃ হুসাইন ও মোঃ স্বপন মিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানি গ্রাম হতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারের উদ্দেশ্যে পিকআপ গাড়িতে করে ২২০৫টি ইঁদুর মারার ফাঁদ নিয়ে রওনা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোরে হোসেনপুরের আদু মাষ্টারের বাজার ও নূরের দোকানের মাঝামাঝি বর্শিকূড়া গ্রামের কালভার্টের পূর্বপাশে পৌঁছালে গাড়ির সামনে কলাগাছ ফেলে পথ আটকায় এবং উৎপেতে থাকা অজ্ঞাত ৩-৪ জন রামদা দিয়ে হামলা চালিয়ে পিকআপ গাড়ি ভাঙচুর, আল-আমীনের লুঙ্গি খুলে রাস্তার মধ্যে উপুর করে ফেলে রাখা ও ফাঁদের কারিগর স্বপন মিয়া ও হুসাইনকে গাছের সাথে বেঁধে রেখে মালামাল ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে আসে পাশের মানুষ এসে হোসেনপুর থানায় সংবাদ দেয়। শুরু হয় পুলিশের কর্মযজ্ঞ। তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রামপুর-আশুতিয়া বাজারের পাকা রাস্তা সংলগ্ন কুমড়া ক্ষেত থেকে উদ্ধার করা হয় ২২০৫টি ইঁদুর মারার ফাঁদ। পরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ক্যাপ্টেন সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ হতে পিকআপ গাড়িসহ মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
হোসেনপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় পিকআপ গাড়ি, ইঁদুর মারার ফাঁদ ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় হজরত আলী নামে একজনকে আটক করা হয়েছে।
Comments
comments