ঢাকামঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

১২ বছরে ইউরোপে ৩৩ হাজার বাংলাদেশি গ্রেফতার

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

উন্নত জীবনের আশায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় ব্যর্থ অনেক বাংলাদেশি তরুণই এখন মানবেতর জীবনযাপন করছেন। দালালচক্রের খপ্পরে পড়ে সব হারিয়েছেন তারা। শিকার হয়েছেন দৈহিক ও মানসিক নির্যাতনের। ইউরোপিয় ইউনিয়নের তথ্য অনুযায়ি, গত ১২ বছরে ইউরোপে অবৈধভাবে ঢুকতে গিয়ে প্রায় ৩৩ হাজার বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া অবৈধ অভিবাসন বন্ধ করা যাবে না। তবে পররাষ্ট্রমন্ত্রী বললেন, দেশের সুনাম রক্ষায় অবশ্যই এমন প্রবণতা বন্ধ করা হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা- ফ্রন্টেক্সের সবশেষ তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে এবছরের জুলাই পর্যন্ত অবৈধভাবে ইউরোপে ঢুকতে গিয়ে ৩২ হাজার ৬৭৪ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন।

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের অভাবে বন্ধ হচ্ছে না অবৈধ এই যাত্রা।

তবে, পররাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে অভিবাসনের ঘটনায় বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই এসব বন্ধে আরও কঠোর হবে সরকার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাগরপথে নৌকায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় বাংলাদেশসহ কয়েকটি দেশের অন্তত ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

Comments

comments