কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে সদর উপজেলার কাতিয়ারচর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Comments
comments