ঢাকাশুক্রবার , ২২ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সামরিক আধুনিকীকরণে নিজেদের পিছিয়ে থাকার স্বীকার করেছেন ভারতীয় সেনাপ্রধান

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২২, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সামরিক আধুনিকীকরণে নিজেদের পিছিয়ে থাকার স্বীকার করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

তার মতে, শত্রুপক্ষ যেই গতিতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে, সেই তুলনায় কিছুটা পিছিয়ে আছে ভারত।  জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রমের জন্য সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি খাতের পার্টনারশিপের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান এসব কথা বলেন।  খবর হিন্দুস্তান টাইমসের।

নারাভানে বলেন, বর্তমানে জাতীয় সুরক্ষার স্বার্থে যা যা প্রয়োজন, সবকিছু দেশে প্রস্তুত হচ্ছে না। ফলে সামরিক প্রয়োজনীয়তার খাতিরে কিছু সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এই মুহূর্তে দেশীয় অস্ত্র দেওয়া হচ্ছে জওয়ানদের।

ভারতে এখনও কেন সব অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাচ্ছে না, সেই প্রসঙ্গেও কথা বলেন মনোজ মুকুন্দ নারাভানে।

তিনি বলেন, অনেক সময় দরকারি প্রযুক্তি ভারতে পাওয়া যায় না। আবার উৎপাদন ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে।

Comments

comments