ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পূর্বের সিদ্ধান্ত বহাল রেখেছে শাবি প্রশাসন

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে সিদ্ধান্ত বহাল রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স ও মাস্টার্সের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছে কর্তৃপক্ষ।

উপাচার্য বলেন, ‘নিয়ম অনুযায়ী একাডেমিক কাউন্সিলে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করতে হয়। এজন্য সরকারের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে অনুষ্ঠিতব্য ১ম থেকে ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত ও চলমান অনার্স ও মাস্টার্সের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে যে সব পরীক্ষা সম্পন্ন হয়েছে,  এসব পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করে রেজাল্টের জন্য প্রস্তুত করা হবে। ক্যাম্পাস খোলা মাত্রই রেজাল্ট দেওয়া হবে।’

Comments

comments