ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদী উপজেলার ৫ শিক্ষককে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

করোনাকালীন সময়ে অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় কটিয়াদী উপজেলার ৫ জন শিক্ষককে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সংবর্ধনার আয়োজন করেন।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান ৫ জন শিক্ষকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

শিক্ষকরা হলেন, বনগ্রাম কাঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অসীম কুমার সেন, বনগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিন্নাত রেহেনা মিতালী, মেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস, ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল-আমিন, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেলাল আহমেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মো: আব্দুল কাাদির মিয়া, পিটিআই সুপারিনটেনডেন্ট মো: ইসমাইল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার ৮২ জন শিক্ষক-শিক্ষিকাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

Comments

comments