ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
Kolom 24
জুন ১২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুর সমাপ্ত হয়েছে কিশোর-কিশোরী পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শুরুতে বঙ্গবন্ধু গোল্ডকাপে মুখোমুখি হয় মাদারীপুর পৌরসভা দল বনাম মাদারীপুর সদর উপজেলা দল। এতে সদর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা দল।

দ্বিতীয় টুর্নামেন্টে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে রাজৈর উপজেলা দল বনাম মাদারীপুর পৌরসভা দল রাজৈর উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়ে বিজয় হয় মাদারীপুর পৌরসভা দল।

পরপর অনুষ্ঠিত হওয়া পৃথক দুটি টুর্নামেন্ট উপভোগ করতে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত হয়।

অনূর্ধ-১৭ কিশোরী ও কিশোরীদের নিয়ে ফাইনাল খেলায় বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি গোলাম কবিরসহ অনেকেই। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার বকতিয়ার রহমান গাজী।

ট্রফি তুলে দেওয়ার আগে শাজাহান খান এমপি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘সুস্থ সবল দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দেহ মন যেমন সতেজ থাকে। তেমনই নানা অনৈতিক কাজ থেকেও কিশোর-কিশোরীদের মুক্ত থাকতে পারে। তাই কিশোর-কিশোরীরা নিজেদের সমৃদ্ধ করতে ফুটবলসহ নানা ধরনের দলবদ্ধ খেলাধূলায় অংশ নেওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ মে প্রথমে মাদারীপুরের ৪টি উপজেলায় পৃথকভাবে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা পর্যায়ে খেলায় অুনষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।

Comments

comments