ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় মহাবীর ঈশাখাঁর বিজয় এলাকায় স্মারক বিজয় স্তম্ভ নির্মাণে সুধিজনদের মত বিনিময়

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২০, ২০২০ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহাবীর ঈশাখাঁর বিজয় এলাকায় স্মারক বিজয় স্তম্ভ নির্মাণে সুধিজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া-কিশোরগঞ্জ ও প্রত্নতত্ত্ব অধিদফতর এ সভার আয়োজন করে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.হান্নান মিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো.মোজাম্মেল হক, মঠখোলা হাজী জাফর আলী কলেজের অধ্যক্ষ নারায়ণ নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজবাহ উদ্দিন, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাব উদ্দিন প্রমুখ।

উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় এগারসিন্দুরে অবস্থিত মহাবীর ঈশাখাঁর দুর্গসহ বিভিন্ন স্থাপনা থাকায় মহাবীর ঈশাখাঁর বিজয় স্মারক স্মৃতিস্তম্ভ নির্মাণে যথাযথ পদক্ষেপ, স্থান নির্ধারণসহ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার উপর সুধিজনরা মত দেন।

Comments

comments