ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে গত ৭ দিনে করোনায় ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮৬

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৪, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। ঝড়ছে তাজা প্রাণ। গত ৭ দিনে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮৬ জন এবং মৃতের সংখ্যা ২১ জন। অনেক মানুষের মাঝে করোনার লক্ষণ দেখা গেলেও তারা পরীক্ষায় আগ্রহ আগ্রহ দেখাচ্ছে না। প্রতিটি ফার্মেসিতে জ্বরের ওষুধ ও কাশির সিরাপ কেনায় ব্যস্ত মানুষ। সচেতন মহলের দাবি অসচেতনতাই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কঠোর লকডাউনে প্রশাসন সরব থাকলেও মাস্কবিহীন মানুষ জনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, বর্তমানে আইসোলেশনে থাকা কিশোরগঞ্জ জেলায় কোভিড- ১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৪ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছে ২ হাজার ৬৯৯ জন। জেলায় নতুন করে ৬৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৯৭৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার নতুন করে করোনা সংক্রমণ সনাক্তের এ তালিকায় জেলার সদর উপজেলায় ৫৪ জন, হোসেনপুর উপজেলায় ০৫ জন, তাড়াইল উপজেলায় ০১ জন, পাকুন্দিয়া উপজেলায় ২০ জন, কটিয়াদী উপজেলায় ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ০৪ জন, ভৈরব উপজেলায় ৩৩ জন, নিকলী উপজেলায় ০২ জন, বাজিতপুর উপজেলায় ২৫ জন, ইটনা উপজেলায় ০২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ০১ জন। আর ২৪ ঘন্টায় এ জেলায় ৪৬ জন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্যানুযায়ী কিশোরগঞ্জ জেলার উপজেলা ভিত্তিক এই সংখ্যা দাঁড়িয়েছে সদর উপজেলার ৪১৪৫ জন, হোসেনপুর উপজেলার ৩৪৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৩৪৪ জন, তাড়াইল উপজেলায় ২৭১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৫৪৫ জন, কটিয়াদী উপজেলায় ৮২৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৩৬৮ জন, ভৈরব উপজেলায় ১৮৩৫ জন, নিকলী উপজেলায় ১২৯ জন, বাজিতপুর উপজেলায় ৬৬২ জন, ইটনা উপজেলায় ৯৬ জন, মিঠামইন উপজেলায় ১০৯ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৬৮২২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ ছাড়া এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে এ জেলায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

Comments

comments