ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়িতে পবিত্র আশুরা পালিত

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২০, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সারাবিশ্বের সাথে কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরার শোকানুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির মাজার ও দরবার শরীফ প্রাঙ্গনে দশ দিন ব্যাপি আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ, মুর্ছিয়া জারির।

শুক্রবার (২০ আগস্ট) দশই মহররম আশুরার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে কারবালায় নির্মম ভাবে নিহত নবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আঃ), নবী পরিবার ও সাহাবাদের স্বরনে আলোচনা করা হয়।

সত্য ও হকের পথ চিহ্নিত করার মানদন্ড কারাবালা প্রান্তের এই নির্মম হত্যযজ্ঞের কাহীনি নিয়ে রচিত মুর্ছিয়া জারী পরিবেশন করা হয়। জারী পরিবেশন করে কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘শানে পাঞ্জাতন মহররম জারী দল’।

জারী শেষে মিলাদ, দোয়া তবারকের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। মোনাজাত করেন জারীদল প্রতিষ্ঠাকারী সৈয়দ আঃ আউয়াল হোসাইনী চিশতী (চাঁনমিয়া)র ছোটোভাই বর্তমান গদীনিশিন পীর সৈয়দ নূরুল আউয়াল (তারামিয়া)।

Comments

comments