আয়ন
-সানজিদা সুমি
তুই আমার আয়না হলে
সাজবো আমি রোজ,
তোর সামনে দাঁড়িয়ে
নিবো নিজের খোঁজ।
হাসবো আমি, কাঁদবো আমি
বাঁধবো মাথার চুল,
তোর সামনে দাঁড়িয়ে
খুঁজবো নিজের ভুল।
চোখের কাজল, কালো টিপে
শুধাবো সবার আগে,
এই আয়না বলতো আজ
আমায় কেমন লাগে?
অবাক চোখে নিজেকে
দেখবো তোরই মাঝে,
খোঁপায় ফুল, শাড়ী পড়ে
অন্য এক সাজে।
চোখ পড়তে তোরই মাঝে
মরবো আমি লাজে,
তোর মাঝে নিজেকে পাবো
সকাল সন্ধ্যা সাজে।
Comments
comments