ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন জন

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৫, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি। এই তিন বিজ্ঞানীর মধ্যে একজন মার্কিন, জার্মান এবং অন্যজন ইতালির নাগরিক। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে তাদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ।… তারা কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণা করেছিলেন।

এ বছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন চিকিৎসা বিজ্ঞানী আর্ডেম পাতাপোশিয়ান ও ডেভিড জুলিয়াস। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য তারা যৌথভাবে এ পুরস্কার পেলেন।

গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চলতি বছরের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।”&*

Comments

comments