ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১৯, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মালম্বিদের মন্দির, প্রতিমা ভাংচুরের পাশাপাশি আবাসস্থল ভাংচুর সহ অগ্নিকান্ডের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

গতকাল ১৮ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে সম্প্রীতির পক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল তোকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগ প্রধান আসিফ ইকবাল আরিফ, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, চারুকলা বিভাগের শিক্ষক দ্রাবিড় সৈকত, ফোকলোর বিভাগের শিক্ষক মেহেদি উল্লাহ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ ।

মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলায় যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবীও করা মানবন্ধন থেকে।

এছাড়াও আগামীকাল মানববন্ধন ও কালো কাপড়ে বেধে মৌন মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয় আজকের মানবন্ধন থেকে ।

Comments

comments