ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতা ঘটনা অপশক্তির পরিকল্পিত- ধর্মপ্রতিমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৮, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

“কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতা ঘটনা অপশক্তির পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অপশক্তি যে দলের হোক, আমাদের দলেরও যদি কেউ করে থাকে, তাদেরও কোনোভাবে ছাড় দেওয়া হবে না।…এই অপশক্তিকে কোনো অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।’

ফরিদুল হক খান বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কোনো ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।” & %#.

Comments

comments