ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী আহত

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২১, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী সায়মা আলম বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২১ নভেম্বর) সকালে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত সায়মা আলম শনিবার রাতের ট্রেনে ঢাকা হতে সিলেট পৌঁছায়। রোববার ভোর সাড়ে পাঁচটায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে সিএনজি অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। নগরীর বিজিবি গেইট সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় আসা মাত্র ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশা থামিয়ে পথরোধ করে। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাইকারীরা ওই শিক্ষার্থীর বাম পায়ে ছুরিকাঘাত করে। পরে তাকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর বলেন, ‘ঘটনাটি জনামাত্রই আমাদের প্রক্টরিয়াল টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আহত শিক্ষার্থীকে দ্রুত ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা সশরীরে তার খোঁজ-খবর নিয়েছি। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আশা করছি, তারা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।’

নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনাটি জানামাত্রই বিস্তারিত জানতে ও আহত শিক্ষার্থীর খোঁজ নিতে আমাদের লোকজনকে হাসপাতালে পাঠিয়েছি। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

Comments

comments