ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ওসির উপহারে খুশিতে মেতে উঠলো শিক্ষার্থীরা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২৯, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা ওসি এস এম শাহাদাত হোসেন মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে ব্যাডমিন্টন ব্যাট উপহার দিয়েছেন। ওসির উপহার পেয়ে আনন্দে মেতেছে শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে কটিয়াদী পৌরসদরের কলা মহল দরগা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো কলা মহল দরগা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে খেলাধুলায় মেতে উঠেছিল মাদ্রাসার শিশুরা শিক্ষার্থীরা। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন। এ সময় শিশু শিক্ষার্থীদের খেলাধুলার দৃশ্য চোখে বাঁধে তার। দেখতে পান গুটি কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীর হাতে খেলাধুলার সামগ্রী থাকলেও অন্য শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী ব্যাডমিন্টন ব্যাট নেই।
এরপর বাজার থেকে ব্যাডমিন্টন ব্যাট এবং ফ্লাওয়ার এনে শিশু শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। এসময় শিক্ষার্থীরা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের কাছে খেলার সামগ্রী ছিল না। কয়েকজন খেলত আর আমরা চেয়ে দেখতাম। আমাদের খেলার দৃশ্য দেখে পুলিশ অফিসার ব্যাডমিন্টন ব্যাট উপহার দিয়েছেন। উপহার পেয়ে আমরা খুশি৷

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন। জানতে চাইলে তিনি জানান, ‘শিক্ষার্থীদের দৃশ্য দেখে কাছে যেতে ইচ্ছা করলো। যখন জানতে পারলাম অনেকের কাছেই ব্যাডমিন্টন ব্যাট নেই। তখন শিক্ষার্থীদের ব্যাডমিন্টন ব্যাট উপহার হিসেবে হাতে তুলে দেই। বিষয়টি আমার নিজের কাছেও উৎফুল্ল লেগেছে।’

Comments

comments