হে ছুটে চলা কর্মবীর তুমি,
তুমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে
নারীদের রাজনীতির মাঠের দ্বারকে করেছো উন্মোচিত।
নারী নেতৃত্ব প্রতিষ্ঠার নির্ভীক সাহসী নারী তুমি,
তুমি এই বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে
চিরদিন, চিরকাল, চির সমুজ্জল।
তুমি জয়ী হয়েছো,
তুমি জয়ী হতে শিখিয়েছো
বাংলার অসংখ্য নারীদের।
তুমি প্রেরণাময়ী,
তুমি উৎসাহধাত্রী,
তুমি নারীদের হৃদয়মাঝে
বাজিয়েছো বিজয়ের ডংকা।
তুমি চেতনার অগ্নিস্ফুলিঙ্গ।
তোমার সাহসীকতার কৃতিত্ব
চিরকাল রবে অবিরত।
তুমি কর্মীদের মুখে ফোঁটাও বিজয়ের হাসি
আশ্চর্য এক ক্ষমতা নিয়ে জন্মেছো তুমি,
তোমার ভালোবাসার অধিকার আদায়ে
কর্মীরা করে উচ্ছ্বাসে মাতামাতি।
দল-দল, দেশ-দেশ, শেখ হাসিনা- শেখ হাসিনা
আর তোমার কর্মীদের মুখে হাসি
ফোটাতে গিয়ে ক্লান্তিকে দিয়েছো ছুটি,
তাই তো আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের সকল কর্মীরা
তোমাকে ভালোবাসি রাশিরাশি।
Comments
comments