তুমি কর্মীদের মুখে ফোঁটাও বিজয়ের হাসি
আশ্চর্য এক ক্ষমতা নিয়ে জন্মেছো তুমি,
তোমার ভালোবাসার অধিকার আদায়ে
কর্মীরা করে উচ্ছ্বাসে মাতামাতি।
দল-দল, দেশ-দেশ, শেখ হাসিনা- শেখ হাসিনা
আর তোমার কর্মীদের মুখে হাসি
ফোটাতে গিয়ে ক্লান্তিকে দিয়েছো ছুটি,
তাই তো আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের সকল কর্মীরা
তোমাকে ভালোবাসি রাশিরাশি।