সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সন্দেহভাজন ড্রোন হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (১৭ জানুয়ারি) তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং…আবু ধাবি বিমানবন্দরের কাছে আগুন ছড়িয়ে পড়ে।
ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি বলছে, তারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে হামলা চালিয়েছে।
আমিরাতের পুলিশ জানায়, সম্ভবত ড্রোন বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের…কাছে তিনটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটায়।
তারা জানায়, আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্ধরের নির্মাণ সাইটের কাছেও আগুন লেগেছে। তবে এটি অল্প ছিল।
নিহতদের মধ্যে দুইজন ভারতের এবং একজন পাকিস্তানের নাগরিক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
কর্মকর্তারা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি ছোট বিমানের অংশ উদ্ধার করা হয়েছে, যা ড্রোন হতে পারে। এটি দুটি এলাকায় পড়ে, যা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: আলজাজিরা, স্কাই নিউজ
Comments
comments