ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কানাডার বিপক্ষে বোলিংয়ে যুবারা

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২০, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী ডিপেন্ডিং… চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর বিকল্প নেই। কেন না এই ম্যাচে হারলে ওঠা হবে না সুপার লিগে।

সেন্ট কিটসের কোনেরি স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কানাডার বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে খেলা আব্দুল্লাহ আল মামুন ও নাইমুর রহমান বাদ পড়েছেন একাদশ থেকে। দুজনের জায়গায় একাদশে নেওয়া হয়েছে ইফতিখার হোসেন ইফতি ও তানজিম হাসান সাকিবকে।

কানাডা অনূর্ধ্ব-১৯: অনুপ চিমা (উইকেটরক্ষক), ইয়াসির মাহমুদ, মিহির প্যাটেল (অধিনায়ক), কৈরব শর্মা, ইথান গিবসন, গুরনেক জোহাল সিং, শিল প্যাটেল, হারজাপ সাইনি, পরমভীর খারুদ, গাভিন নিবলোক ও জাশ শাহ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লাহ… মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, এসএম মেহেরব, আশিকুর জামান, রাকিবুল হাসান (অধিনায়ক), তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

Comments

comments