ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মা হারালেন শান

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২০, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় গায়ক শানের মা সোনালী মুখার্জি আর নেই। মায়ের মৃত্যুতে গায়কের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।…

শানের মায়ের মৃত্যুর খবর টুইটারে জানিয়ে শোক প্রকাশ করেছেন গায়ক কৈলাস খের। এরপর শান নিজেই তার মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে পোস্ট করেন।

টুইটারে কৈলাস লিখেছেন, ‘প্রয়াত শানের মা। ঈশ্বরের কাছে উনার আত্মার শান্তি কামনা করি।… তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যেন শান এবং তার পরিবার এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পায়।’

এদিন বিকেলে মা-এর চলে যাওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শান। তার মা পেশায় গায়িকা ছিলেন। ৭০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ছবিতে কোরাসে গান গেয়েছিলেন তিনি। মায়ের কারণেই কোনও চাকরি নয়, বরং গানকে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস পেয়েছিলেন শান।

Comments

comments