গ্র্যামিজয়ী মার্কিন গায়ক ক্রিস ব্রাউনের বিরুদ্ধে ধর্ষণ ও মাদকদ্রব্য সেবন করানোর অভিযোগে মামলা করেছেন এক নারী। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে… গায়কের কাছে ২০ কোটি মার্কিন ডলার দাবি করেছে সেই নারী। অভিযোগনামায় বাদীকে ‘জেন ডো’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে- ২০২০ সালের ৩০ ডিসেম্বর ডিসেম্বরে ফ্লোরিডার এক প্রমোদতরীতে ওই নারীকে ধর্ষণ করেন ক্রিস ব্রাউন। তিনি ও তার এক বন্ধু সেখানে আমন্ত্রিত ছিলেন। প্রমোদতরীতে গেলে ক্রিস ব্রাউন তাকে পানীয় অফার করে। আলাপ জমিয়ে সংগীতে ক্যারিয়ার গড়া নিয়ে নানা পরামর্শ দেন…। এরপর গ্লাসটিতে ফের পানীয় ঢেলে পান করতে দেন ক্রিস ব্রাউন। এরমধ্যেই ডো শারীরিকভাবে দুর্বলবোধ করেন, ঘুম ঘুম অনুভূত হয়। শোবার ঘরে নিয়ে দরজা বন্ধ করে ডোকে চুমু খেতে শুরু করেন ক্রিস ব্রাউন।’
Comments
comments