সাড়ে পাঁচ ঘণ্টার অবিশ্বাস্য লড়াইয়ের পর ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেন তিনি।
প্রথম দুই সেটে হারের পর অস্ট্রেলিয়ান ওপেনটা নিজের করে নিলেন তিনি।
দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।
প্রথম সেটে পাত্তা পাননি নাদাল। দ্বিতীয় সেটে হেরেছে ৪-১। এরপরই শুরু শারিরীক ও মনস্তাত্ত্বিক লড়াই।
তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথম খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে।মেদভেদেভকে হারিয়ে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল।
Comments
comments