ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মুদ্রা সবচেয়ে বেশি স্থিতিশীল- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি

প্রতিবেদক
Kolom 24
মে ২৫, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিদেশী অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, অর্থনৈতিক সমালোচকরা বলেন বিশ্বে যদি ৩/৪টি দেশের অর্থনীতি যদি সঠিক থাকে তার মধ্যে বাংলাদেশ একটি। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সকল দেশের চেয়ে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে বেশি স্থিতিশীল, সবচেয়ে বেশি শক্তিশালী। তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐ রাজাকার আলবদর ঐ স্বাধীনতা বিরোধী শক্তি ওরা নানান রকম কুৎসা রটাচ্ছে, মিথ্যাচার করছে। ভাবটা এই বাংলাদেশ এখনই যেন বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে। বুধবার (২৫ মে) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে ছিল খাদ্য ঘাটতি, বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ। বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে কোনো ঘরেই খাবার থাকত না। চিড়া মুড়ি খেয়ে জীবন ধারণ করত। কার্তিক মাস আশ্বিন মাস মানুষের ঘরে খাবার থাকত না। মানুষের কি যে কষ্ট শুধুমাত্র গৃহস্থ ছাড়া খাবার থাকত না। আজ সে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।

এ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, নেতাকর্মীরা আমাকে বলেছিল কিশোরগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। তারা সৈয়দ নজরুল ইসলামকে ভালোবেসেছে, জিল্লুর রহমানকে ভালোবেসেছে, সৈয়দ আশরাফুল ইসলামকে ভালোবাসে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে ভালোবাসে অতএব সংগঠনের অবস্থা যাই থাকুক না কেন নির্বাচনে জেলার সব মানুষ নৌকা মার্কায় ভোট দেয়। এটা সত্য কথা আমি বিশ্বাস করি। সদর উপজেলায় নতুন নেতৃত্ব সৃষ্টি করতে চাই। এইত কিছুদিন আগে জেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে। সাংগঠনিক দুর্বলতার কারণে এমন হয়েছে। সংগঠনকে শক্তিশালী করলে এমন হত না। যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের অত্যন্ত ভেবে চিন্তে কাজ করতে হবে। আমরা আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব দিয়ে যাব।

সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য এ.বি.এম রিয়াজুল কবির কাউছার ও সাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক লুৎফুল আরেফীন গোলাপ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাব্বীর আহম্মদ মানিক, কৃষি ও সমবায় সম্পাদক সুলতান আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক বাদল রহমান, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল ও মশিউর রহমান হুমায়ুন। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান।

দীর্ঘ ২৫ বছর পর আজ অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে ৩৬৬ কাউন্সিলর ও অর্ধ লক্ষ লোকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব পুরো জেলা শহরে। সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার।

Comments

comments