ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ডিপিএফ- এর সহযোগিতায় গণশুনানি

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১০, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গণপরিবহনে যাত্রীসেবার মান, ফিটনেস পরীক্ষা, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন ইজমা শোভা জর্দার মালিক কতৃক নদী দখল করে স্থাপনা নির্মাণ, কৃষি প্রদর্শনীর সাইনবোর্ডে ওভার রাইটিং, যানজট ও অপরিচ্ছন্ন শিশু একাডেমী নিয়ে অভিযোগ উঠেছে। ডিস্ট্রিক পলিসি ফোরাম কিশোরগঞ্জের সহযোগিতায় ও জেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে এসব অভিযোগ করেন নানা শ্রেণীর মানুষ।

বুধবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক পলিসি ফোরাম কিশোরগঞ্জের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক। গণশুনানি অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন। ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোহাম্মদ নূরে আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

গণশুনানিতে অভিযোগের বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সমাধানের বিষয়ে আলোচনা করেন।

Comments

comments