ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে চুরির অপবাদ দেয়ায় ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে চুরির অপবাদ দেয়ায় শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম একই এলাকার আব্দুল হেকিমের পুত্র।

এ ঘটনার পরপরই এলাকাবাসী হত্যাকাণ্ডের হোতা রাজনকে (২২) আটক করে পুলিশকে জানালে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আটক রাজন সদর উপজেলার বাদে শোলাকিয়া আতকাপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালে রাজনকে চুরির অপবাদ দেয় শফিকুল। চুরির অপবাদ দেয়ায় দীর্ঘদিন মনে মনে রাগ পুষে রেখেছিলো রাজন। বুধবার দুপুরে চংশোলাকিয়া এলাকায় শফিকুল নিজ জমিতে একা কাজ করছিলেন। তাকে একা পেয়ে অতীতের বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে রাজন উপুর্যুপরি পেটে ও গলায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা শফিকুলকে রক্তাক্ত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে। শফিকুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

comments