ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ ই-কমার্স কার্ট (ম্যাক) শীত আগমনী মেলা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা।
মেলা শেষে ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, “ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভীড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের স্বার্থকতা”।
তিনি বলেন, সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পণ্য প্রদর্শনী চলেছে। ৪৭ টি স্টলে ৬৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলো। পোশাক, খাবার, কসমেটিকস, অর্নামেন্টস, ফল, ঘর সাজানোর জিনিসপত্র, খেলনা এবং নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। বিক্রেতারা মূলত ঘরোয়া উদ্যোক্তা। এ মেলায় প্রায় ১৫ লক্ষ টাকার বিক্রয় ও অর্ডার হয়েছে বলেও জানান তিনি।
Comments
comments