ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৫৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত উজানচর-বাজিতপুর-অষ্টগ্রামের ১৫.৫০ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সংযোগ সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো। বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম থেমে যায়। কিন্তু এখন সেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ সড়কগুলোর ফলে মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ যে, দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলার ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক একযোগে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

comments