ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৩০, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

“উন্নত রেফারিং নিরাপদ খেলা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল-আমিন হোসাইন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফারুক, সহ-সভাপতি এ কে এম নুরুল ইসলাম খান শামীম, শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল। সভা সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাহার। কার্যবিবরণী পাঠ করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল ও কোষাধ্যক্ষ রিপেল হাসান চৌধুরী।

ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনকে গতিশীল করতে ও সামনের দিকে এগিয়ে নিতে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। সংগঠনটির সকল ভালো কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সভায় সদস্যরা বিগত দিনের কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা করেন। সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে আলোচনা করা হয়। সভায় সংগঠনটির সদস্যরা অতি শীঘ্রই নির্বাচনের দাবি জানান। সাধারণ সভায় জেলার ৭০ জন রেফারীজ সদস্য উপস্থিত ছিলেন।

Comments

comments