কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সত্য গোপাল দেবনাথ (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংয়ের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সত্য গোপাল দেবনাথের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
পরে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ কাচারিপাড়া গ্রামের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
নিউজ পড়েছে
35