ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ১৮ বছর পর আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৬, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে অপহরণ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: মানিক মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। রোববার (০৫ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর দক্ষিন খান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ২০২১ সালের ২৪শে ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মো: মানিক মিয়া সদর উপজেলার খিলপাড়া এলাকার মৃত সাহেদ মিয়ার ছেলে। সোমবার (০৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে মো: মানিক মিয়া সহযোগী আসামির সহায়তায় এক কিশোরীকে অপহরন করে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর একই বছরের ১৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরী নিজেই বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে আসামি মানিক মিয়ার পলাতক জীবন শুরু হয়। নিজেকে বিভিন্ন পেশায় নিয়োজিত করে।

র‍্যাব আরও জানায়, মামলার প্রধান আসামি মো: মানিক মিয়ার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমানিত হওয়ায় বিচার শেষে আদালত ২০২১ সালের ২৪শে ফেব্রুয়ারি সশ্রম যাবজ্জীবন সাজা প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও ০১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর দক্ষিন খান এলাকা থেকে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা ও স্কোয়াড কমান্ডার মোঃ শহিদুল্লাহের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

comments