কিশোরগঞ্জের সদর উপজেলা, ভৈরব উপজেলা, পাকুন্দিয়া উপজেলা ও অষ্টগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে জেলা যৌথ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ বিশেষ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) সুলতানা রাজিয়া, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, সাজন আহম্মেদ পাপন, মোহাম্মদ আল-আমিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জের ৪টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। এ উপজেলা গুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর, ভৈরব উপজেলা, পাকুন্দিয়া উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা।
জেলা প্রশাসক জানান, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কিশোরগঞ্জের ৪টি উপজেলায় তালিকা অনুযায়ী ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম শতভাগ সম্পন্ন হওয়ায় আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৬০ টি ঘরের উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
Comments
comments