কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশ ও কিশোরগঞ্জ পৌরসভা একাদশ অংশগ্রহণ করেন। দুদলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।
খেলা শেষে জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, সাধারন সম্পাদক এম এ আফজল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যট এ টি এম ফরহাদ চৌধুরী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া দু’দলের খেলোয়াড় ও উপস্থিত সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
comments