কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে সদর উপজেলায় নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৭টি জেলার ১৫৯টি উপজেলার ৩৯ হাজার ৩৬৫টি ঘর ও জমি হস্তান্তরের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়।
সদর উপজেলায় নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তন প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ সদরে মোট ১১২টি গৃহ নির্মান করা হয়েছে। যার মধ্যে নতুন ১৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলা ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।
Comments
comments